🔥 Burn Fat Fast. Discover How! 💪

ঝোড়ো ইনিংস শেষে এবার ক্লান্তিতে শেয়ার মার্কেট, কেন একধাক্কায় | Bangla News Daily

ঝোড়ো ইনিংস শেষে এবার ক্লান্তিতে শেয়ার মার্কেট, কেন একধাক্কায় ১১০০ পয়েন্ট পড়ল সেনসেক্স?

গত কয়েক সপ্তাহে এক লাফে প্রায় ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল সেনসেক্স। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছিলেন অর্থনীতিবিদেরা। আশঙ্কা সত্যি করে এবার পতনের পালা। একধাক্কায় বৃহঃষ্পতিবার ১১০০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। এদিন শেষবেলাতেই এই বড়সড় ধস নামতে দেখা গেল শেয়ার বাজারে। আর তাতেই বাড়ছে চিন্তা।

View full article