Get Mystery Box with random crypto!

ফের শোনা যাচ্ছে তৃতীয় ঢেউয়ের ঢক্কানিনাদ, বেঙ্গুলুরুতে নয়া করোন | Bangla News Daily

ফের শোনা যাচ্ছে তৃতীয় ঢেউয়ের ঢক্কানিনাদ, বেঙ্গুলুরুতে নয়া করোনা স্ট্রেনের দাপট নিয়ে বাড়ছে আশঙ্কা

আলফা, বিটা, গামা, ডেল্টার পর ভারতে এবার নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। আর তাতেই বাড়তে শুরু করেছে উদ্বেগ। এমনকী করোনার তৃতীয় ঢেউ নিয়েও তৈরি হয়েছে নতুন আশঙ্কা। এদিকে ইতিমধ্যেই বেঙ্গালুরুতে এআই-৪.২ ভ্যারিয়েন্টের দাপট শুরু হয়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী কর্নাটকে এখনও পর্যন্চ করোনা ভাইরাসের AY.4.2 ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীর সংখ্যা সাতজনে পৌঁছেছে। খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia কী বলছে স্বাস্থ্য মন্ত্রক বুধবার সকালে স্বাস্থ্য দফতর প্রথমে দুই রোগীর কথা নিশ্চিত করে।কোভিড সম্পর্কিত সমস্ত আপডেট পড়ুন এখানে

View full article