🔥 Burn Fat Fast. Discover How! 💪

গুড নিউজ, 'সুইট টুথ' এর সিজন ২ আসছে আগামী বছর ডিসি কমিক এর প | MLWBD Official - News Updates

গুড নিউজ, 'সুইট টুথ' এর সিজন ২ আসছে আগামী বছর

ডিসি কমিক এর পাবলিশ করা স্টোরির উপর বেজড এই ডেস্টোপিয়ান ফিউচার নিয়ে নির্মিত সিরিজটি গত জুন মাসে রিলিজ হয়েছিলো। পজিটিভ রিভিউ এবং রটেন টম্যাটোজ এ ৯৮% ফ্রেশ স্কোর মাত্র ৮ পর্বের এই সিরিজটি স্বল্প সময় ব্যায় করে দেখে নেওয়া যেতে পারে অনায়াসেই!

অত্যন্ত দারুন স্টোরিলাইন। যদি কেউ না বুঝেন যে, 'ডেস্টোপিয়ান ফিউচার' জিনিসটা কী!

যখন পৃথিবী বসবাসের অযোগ্য বা কোনো আবহাওয়ায় বা দূর্যোগ, যুদ্ধে পৃথিবী বসবাসের অযোগ্য অথবা কোনো মহামারীতে মানব সভ্যতা ধ্বংসের দিকে বা ধ্বংস হয়েছে, এমন অবস্থাকে ডেস্টোপিয়ান ফিউচার বলা হয়। এটি সায়েন্স ফিকশন জনরার একটি সাব জনরা অথবা ফ্যান্টাসি জনরাও বলা যেতে পারে!